ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ থেকে শুরু হতে যাচ্ছে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি

বার্তা বিভাগ
এপ্রিল ৯, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে বিআরটিসি ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

বিআরটিসি জানায়, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ৬০টি বাস রাখা হবে ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে।

সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে বিশেষ সাভিস উপলক্ষে নিধারিত বাসগুলো।

বিআরটিসি ৯শ’টি বাস ঈদ সার্ভিসে সারা দেশে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।- এমনটি জানিয়েছেন, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম।

এছাড়াও ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫৫০টি বাস চলবে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতি বছরের মতো এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের জন্য। মূলত নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]