আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবলের উপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
আগৈলঝাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহার ইসলাম জানান, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বসে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকের পায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভ‚দেব বিশ্বাসের মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সাথের লোকজন ওই পুলিশ কনস্টেবলের উপর হামলা চালায়।
এ সময় কনস্টেবল ভ‚দেব বিশ্বাস নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও হামলা চালায় তারা। এ সময় স্থানীয়রা এসে আহত অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ কনস্টেবল থানায় চলে আসেন। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল থেকে ধাওয়া করে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৩), যুবলীগ নেতা জিয়া ফড়িয়া (৩৫) ও সন্দেহভাজন হিসেবে যুবলীগ নেতা
মনির পাইকের বড় ভাই জহিরুল পাইক (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।