ঢাকা৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ

বার্তা বিভাগ
এপ্রিল ৮, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো: রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি-লালমনিরহাট:

লালমনিরহাট জেলা শহরের শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ ও হামদ্, নাত, গজল প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে নিয়মিত কুরআন মাজিদ শিক্ষা আসরের ৩ ও ৪ নং ব্যাচের ২০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি ও বিদ্যাপীঠটির প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির,
ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, হাফেজ মাওলানা গোলাম মোস্তফাসহ অত্র প্রতিষ্ঠানের ওস্তাদ মোঃ আব্দুর রহিম।

উল্লেখ্য, শিক্ষার্থীরা যাতে করে ৫ম শ্রেণি পাঠ শেষের পূর্বেই পবিত্র কোরআন শুদ্ধ ভাবে পড়তে পারে, সেদিকে বিশেষ ভাবে লক্ষ রেখে অত্র প্রতিষ্ঠানে আরবি শিক্ষা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় শুদ্ধ ভাবে পড়তে পারে এমন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]