ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে “নিসচা” ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক লিফলেট বিতরণ

বার্তা বিভাগ
এপ্রিল ৭, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কান্তি মন্ডল, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-সড়কপুর রোডে মহিলা কলেজ মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ ৭ এপ্রিল, শুক্রবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আব্দুল মান্নান’র নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

“নিরাপদ সড়ক চাই” ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে জনসচেতনতামূলক সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আব্দুল মান্নান সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, তাজমুল ইসলাম সোহেল, তারক দাস, আব্দুর রহিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]