ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অধিকৃত গাজা-লেবাননে ইসরায়েলের বিমান হামলা

বার্তা বিভাগ
এপ্রিল ৭, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

দখলদার ইসরায়েল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে পরপর দু’দিন তাণ্ডব চালিয়েছে। এরপর এবার অধিকৃত গাজা এবং প্রতিবেশী লেবাননে বিমান হামলা শুরু করেছে আগ্রাসী দেশটি।

ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ।

এক বিবৃতিতে স্থানীয় সময় ভোর ৪টার দিকে দখলদার বাহিনী জানায়, এই মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক এর কয়েক ঘণ্টা আগে এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তার দেশের শত্রুদের ‘যেকোনও আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’। এর পরপরই গাজায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে গাজা ও লেবাননে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী গত বুধ ও বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় এবং প্রায় ৪০০ ফিলিস্তিনিদের গ্রেফতার করে। সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]