ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে গেল মার্কিন গোয়েন্দা বিমান

বার্তা বিভাগ
এপ্রিল ৩, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের নৌবাহিনী সতর্ক করে ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে ফিরে যেতে বাধ্য করেছে ।

রবিবার ইরানের ‘তাসনিম’ বার্তা সংস্থা গণযোগাযোগ বিভাগের নৌবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, সম্প্রতি ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান। এ সময় বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় ইরানের নৌবাহিনী এবং ইরানের আকাশসীমা বিমানটিকে থেকে চলে যেতে বলে।

বার্তা সংস্থাটি আরও জানায়, “হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।”

উল্লেখ্য, ইরানের বিমান বাহিনী হুঁমিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিয়েছে যে, কোনো ভাবেই ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেয়া হবে না। বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার দিকে কঠোর পর্যবেক্ষণে রয়েছে ইরান বিমান বাহিনী।সূত্র: প্রেসটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]