এ.বি.এম.হাবিব:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের সাবইল গ্রামে শ্রী শ্রী রাধাগবিন্দো মন্দিরের পুকুর জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়,শত শত বছর পুরনো এই পুকুরটি হিন্দুদের খতিয়ান ভুক্ত। পুকুরের পাড় ধসে অনেকখানি জমিও চলে গেছে পুকুরের মধ্যে। সেখানে ২৭৮টি বাড়ী হিন্দুদের। পূর্বে পুকুরটি মন্দিরের নামেই চলতো কিন্তু কিছুদিন পূর্বে হতে মকলেছুর নামের এক ব্যক্তি কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে এসে পুকুরটি জবর দখলের করছে। বিষয়ে তারা মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে দরখ্যাস্ত দিয়েও কোন ফল পান নাই বলে জানান।
মন্দিরের সভাপতি রসেন বর্মন জানান, এই মন্দিরের অনেক কাজ বাঁকী আছে এবং প্রতিবছর অনুষ্ঠান করতেও বহু টাকা খরচ হয়ে থাকে সে টাকা গুলো স্থানীয়দের সহযোগিতায় হয়ে থাকে তাই মন্দিরের কাজ গুলো করা সম্ভব হয় নাই। তারা সকলেই সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, কারো একক নামে নয়, যদি সরকারি নিয়ম অনুযায়ী এই ধর্মীয় প্রতিষ্ঠানের নামে পুকুরটি লিজ দেয় তাহলে মন্দির সংস্কারসহ সকল কাজ কর্ম ও ধর্মীয় অনুষ্ঠান গুলো ভালো ভাবে করা সম্ভব হবে।
এ বিষয়ে হাতুর ইউনিয়ন পরিষদের স্থানীয় চেয়ারম্যান এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন পক্ষ তাহার কাছে কোন কিছু জানায় নাই। ফেইসবুক সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন বলে তিনি জানান।