ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের আরকানসাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বার্তা বিভাগ
এপ্রিল ১, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাসে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন। অপরদিকে উত্তর দিকের ইলিনয় রাজ্যে ঝড়ের কবলে পড়ে একটি থিয়েটারের ছাদ উড়ে যায় । এ ঝড়ের ঘটনায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ২৮ জন।

মূলত একটি কনসার্ট চলমান অবস্থায় ইলিনয়ে থিয়েটারের ছাদটি উড়ে যায়। গান চলায় থিয়েটারটি মানুষে পরিপূর্ণ ছিল। ফলে হতাহতের পরিমাণও বেশি হয়েছে।

শুক্রবার বিকেলে আরকানসাসে টর্নেডোটি আঘাত হানে। রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স জানান, এই টর্নেডোর কারণে সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

গভর্নর সান্ডার্স আরও জানান, আরকানসাসের ওয়েন শহরে দু’জন নিহত হয়েছেন। অপরদিকে রাজ্যটির রাজধানী লিটল রকের পাশের শহর একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।-এএফপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]