ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপা উপজেলায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বার্তা বিভাগ
এপ্রিল ১, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন কৃষি জমিতে সবুজ গাছের ডগায় হলুদ ফুল যেনো দেখাচ্ছে অপরূপ দৃশ্য। আর সেই অপরূপ দৃশ্য দেখতে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা। কেউ ছবি দিচ্ছেন কেউবা আবার সেলফি নিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ, সূর্যমুখী ফুল চাষে অধিক লাভের স্বপ্ন দেখছেন কৃষক। চলতি মৌসুমে কৃষকরা ব্যাপক হারে জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ইতোমধ্যে গাছে ফুল ধরতে শুরু করেছে।

ডাকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কৃষক মো. তরিকুল ইসলাম মিঠু জানান, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। অল্প সময়ে কম পরিশ্রমে ফসল উৎপাদন ও ভালো দাম পাওয়া যায় সূর্যমুখী ফুল চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখী ফুল থেকে আমি আর্থিকভাবে লাভবান হবো।

গলাচিপা কৃষি অফিসার আরজু আক্তার জানান, সূর্যমুখী ফুল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য উপজেলা কৃষি অফিস বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রণোদনা দেওয়া হয়েছে। চাষিদের বীজ সরবরাহ করাসহ সার ও কীটনাশক দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এ বছর বেশি জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। এবছর গলাচিপা ৯০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]