আজ থেকে চালু হতে যাচ্ছে মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এ দুইটি স্টেশন নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের মেট্রোরেলের নয়টি স্টেশনের সবই চালু হলো।
আজ শুক্রবার সকাল ৮টায় এ নতুন দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করার জন্য দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করবে এবং কাজ করবে।
উল্লেখ্য, মেট্রোরেলের যাত্রা শুরু হয় উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হয়। এছাড়া গত ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন দুটি খুলে দেওয়া হয়।
আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]