ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাউফলে আলোচিত সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বার্তা বিভাগ
মার্চ ৩১, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লা আজিজুল, বরিশাল ব্যুরো:

পটুয়াখালী জেলার বাউফল প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বহুল আলোচিত সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে বাউফলের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে উপস্থিত জনসাধারণ সোহান হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। গত বুধবারে সোহান ইফতারের পরে তার স্ত্রীর সাথে ঢাকা মুগদা ভাড়া বাড়িতে দেখা করতে গেলে বাড়িওয়ালা জামাল সন্দেহ করে সোহানকে স্থানীয় সন্ত্রাসী দ্বারা মারধর করলে সোহানগুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মুগধা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সোহানের পরিবারের দাবি সোহানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সোহান বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউনসিলর মো: ইউনুস মিয়ার একমাত্র পুত্র। এ ব্যাপারে ঢাকা মুগদা থানায় সোহানের বাবা একটি মামলা দায়েল করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com