ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে ওমরাহ’র যাত্রী বহনকারী বাস দুর্ঘটনা; নিহত ২০

বার্তা বিভাগ
মার্চ ২৮, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের আসির প্রদেশে কমপক্ষে ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৯ জন আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।

সোমবার ওমরাহ যাত্রী বহনকারী বাসটি দেশটির আসির প্রদেশে উল্টে আগুন ধরে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে একটি সেতুর ওপর ব্রেক কাজ না করায় বাসটি উল্টে যায়। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। সূত্র:গালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]