অভিবাসীবোঝাই দু’টি নৌকা উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ডুবে যায়। এতে অন্তত মৃত্যুর ২৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তিউনিসিয়ার উপকূলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নৌকা দুটি ডুবে যায়।
নৌকা দু’টির আরোহীরা মূলত সাব-সাহারান অভিবাসী। জানা যায়, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন।
উল্লেখ্য, তিউনিসিয়ার উপকূলে গত কয়েকদিনে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এছাড়াগত চার দিনে সেখানে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। মূলত অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল। সূত্র: বিবিসি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]