ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স; একদিনে গ্রেফতার ৪৫৭, আহত ৪৪১

বার্তা বিভাগ
মার্চ ২৫, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে একদিনে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ফ্রান্সের সম্প্রচার সংবাদমাধ্যম সি নিউজ চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে প্রচুর পরিমাণে বিক্ষোভমিছিল চলছে এবং এসব মিছিলের মধ্যে কিছু মিছিল সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। গ্রেফতার ও আহতের অধিকাংশ ঘটনায় ঘটেছে প্যারিসে।’
অবশ্য আগেই ফ্রান্সের পুলিশ সতর্ক করেছিল— জনবিক্ষোভের সুযোগে দেশের নৈরাজ্যবাদী দলগুলো তৎপর হয়ে উঠবে এবং সহিংসতা ছড়াবে।

উল্লেখ্য, সরকারি-আধাসরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে পেনশনের বয়স বৃদ্ধি নিয়ে গত প্রায় দু-সপ্তাহ ধরে দেশটির সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তে বিক্ষোভ চলছে ফ্রান্সে। সেই বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির প্রায় সব বিরোধী দলের নেতাকর্মীরা। সূত্র: ফ্রান্স২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]