পবিত্র দেব নাথ, মাধবপুর প্রতিনিধি:
মাধবপুর উপজেলা আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ ২১ মার্চ রোজ মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা পরিষদ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় ।
আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক-শিকাসহ ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব খান, আশরাফুল ইসলাম হিরন, মহিলা সদস্য নাসরিন আক্তার। বিদায়ী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তোফায়েল আলম ও সমীর আচার্য আকাশ, নয়ন মিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আউলিয়ার বাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী শান্তি রঞ্জন দেব নাথ। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, “তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে ”
স্বাগত বক্তব্য পর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষিকা ও সহকারী শিক্ষক মন্ডলীগণ একে একে তাদের বক্তব্য দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মঙ্গল কামনায় বক্তব্য রাখেন।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“বিদায়ের করুন সুরে আমাদের অন্তর আজ অবক্তব্য বেদনায় ভারক্রান্তি, আমাদের হৃদয় মন আজ বিষন্নতায় আচ্ছন, শুধু শিক্ষাই নয় আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয় হলো আলোকিত মানুষ গড়ার কারখানা।”
সভাপতি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অনেক দিকনির্দেশনাও প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতি হিসেবে একটি দেওয়াল ঘড়ি উপহার দেন বিদ্যালয়ে।
এ বছর আউলিয়ার রামকেশব উচ্চ বিদ্যালয় হতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১১৫জন শিক্ষার্থী।