সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিপরীতে আদালতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে রাশিয়া।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর এবং বিচারকবৃন্দদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। বিশেষ করে যারা এমনটি রায় দিয়েছেন তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করেছেন তারা। রাশিয়ার এই কমিটির বক্তব্য, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি করিম আহমদ খান এবং কয়েকজন বিচারকের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেছে আইসিসি। সে প্রসঙ্গে আইসিসির এক বিবৃতিতে বলা হয়,“ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে। ”-আল জাজিরা