মোঃ শরীফুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ
যশোর সদরের চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে নিজ ক্রয়কৃত জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক বাদী হয়ে ১৮ মার্চ কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সৃ্ত্রে জানাযায়, যশোর সদরের চাচড়া ডালমিল এলাকার মৃত ইকরামুল ইসলাম চৌধুরীর পুত্র মোঃ শাহাবুদ্দিন চৌধুরী সোহেলের ক্রয়কৃত জমিতে ৫/৬ বছর যাবত গাছ রোপন ও পুকুর কেটে মাছের চাষ করে আসছিলো। গত ১৪/৩/২০২৩ তারিখে দুপুর আনুমানিক ২টার সময় তার জমিতে বিবাদী যশোরের চাচড়া, দাড়িপাড়া গ্রামের মৃত্যু দেলোয়ার হোসেনের পুত্র মোঃ সেলিম রেজা পান্নু এবং তাহার লোকজন জোর পূর্বক প্রবেশ করে জমির বেড়া ও গাছ কেটে ফেলে এবং মাছ ভর্তি পুকুরে মাটি ভরাটের কাজ শুরু করে। এই ঘটনা কর্মচারী আব্দুর রাজ্জাক ও নারান চন্দ্র সোহেল কে জানান।
সোহেল হোসেন দখলদার মোঃ সেলিম রেজা পান্নুর নিকট মোবাইল ফোনে জানতে চান কেন তার গাছ কাটা সহ পুকুর ভরাট করা হচ্ছে। এসময় পান্নু ক্ষিপ্ত হয়ে সোহেল হোসেন কে অকঠ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পান্নু ছাপ জানিয়ে দেয় এই জমিতে মাটি ফেলবো যদি কোন বাড়াবাড়ি করিস পরিণাম ভালো হবে না। এছাড়াও সোহেল হোসেন কে ভয় ভিতি ও প্রানাশের হুমকি দেন।
বাদীর অভিযোগ থেকে আরও জানা যায়, উক্ত বিবাদী সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে আমার ক্রয়ক্রত ভোগদখলী সম্পত্তি দখল করে পুকুরে মাটি ফেলা অব্যহত রেখেছে। উক্ত জমিকে কেন্দ্র করে বিবাদী অথবা তার লোকজন যে কোনো সময়ে আমাকে মারপিট,খুন, জখম,জমিদখল, মিথ্যা মামলা সহ যেকোন বড় ধরনের ক্ষতি করতে পারে। ঘটনার বিষয়ে এলাকার লোকজনেরকে জানানো হয়েছে। উক্ত জমি যাতে বিবাদীরা দখলে নিতে না পারে তার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এই ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার বিষয়ে মোঃ সেলিম রেজা পান্নুর কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান, আমি জমির মালিক মুকুলের নিকট থেকে জমি কিনেছি, আমার জমি আমি বুঝে পেয়েছি। জমি মাপজোপ ও বুঝে নেওয়ার সময় যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উনার জমি কমবেশি হলে জমির মালিক মুকুলের নিকট থেকে বুঝে নিক। যেহেতু আমরা দুজনেই এক মালিকের নিকট থেকে জমি কিনেছি। যাহার দলিল নং ১০১৬৫/১৭, ৮৬৭১/২০১১মুলে ক্রয়ক্রত সম্পত্তি। যশোর সদর উপজেলার ১০ নং চাচড়া ইউনিয়নের সাড়াপোল,সাড়াঘুটো ৬৭নং সাড়াপোল মৌজার, খতিয়ান নং১৫৩ অন্তর্গত এস,এ দাগ নং-৬৬৯,৭২৪,৭২৫,৭০৮,৭৮০,আর এস দাগ নং -৮১৬,৮১৭,৮১৮,৮১৯,৮৮৬নং দাগের ক্রয়ক্রত সম্পত্তি মোট ৩৭২.৫০শতক জমি।