ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষ্যে পালকি শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজন

বার্তা বিভাগ
মার্চ ১৮, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীকে বর্ণাঢ্য ভাবে উদযাপন করে পালকি শিল্পীগোষ্ঠী। এ বিশেষ দিনটি উপলক্ষ্যে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে সমাজের শিল্পী, সাহিত্যিক ও গবেষকদের সম্মাননা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয় তাদের মাঝে একজন নন্দিনী লুইজা। যিনি শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশনার পাশাপাশি সমাজে বিভিন্ন সৃজনশীল ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক মাজহারুল আলম খোকন (মুক্তিযোদ্ধা)। পালকি সংগঠনের কর্ণধার বাদল , এছাড়াও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। ঠিক এ অনুষ্ঠানের মতো করে পালকি সংগঠনের সদস্যরা প্রতিটি জাতীয় অনুষ্ঠান উদযাপনে বিশেষ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন।

গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ জন শিল্পীকে নিয়ে বিশাল অনুষ্ঠান করেছিল পালকি শিল্পীগোষ্ঠী । সব ধরনের জাতীয় অনুষ্ঠান করার জন্য তারা অঙ্গীকার বদ্ধ। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতি বিকল্প নেই। এই ধারা অব্যাহত রাখতে হলে পালকি শিল্পীগোষ্ঠীর পাশে সবাইকে এগিয়ে আসতে হবে-এমনটাই পরামর্শ উপস্থিত গুনীজনদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]