জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীকে বর্ণাঢ্য ভাবে উদযাপন করে পালকি শিল্পীগোষ্ঠী। এ বিশেষ দিনটি উপলক্ষ্যে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে সমাজের শিল্পী, সাহিত্যিক ও গবেষকদের সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয় তাদের মাঝে একজন নন্দিনী লুইজা। যিনি শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশনার পাশাপাশি সমাজে বিভিন্ন সৃজনশীল ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক মাজহারুল আলম খোকন (মুক্তিযোদ্ধা)। পালকি সংগঠনের কর্ণধার বাদল , এছাড়াও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। ঠিক এ অনুষ্ঠানের মতো করে পালকি সংগঠনের সদস্যরা প্রতিটি জাতীয় অনুষ্ঠান উদযাপনে বিশেষ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন।
গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ জন শিল্পীকে নিয়ে বিশাল অনুষ্ঠান করেছিল পালকি শিল্পীগোষ্ঠী । সব ধরনের জাতীয় অনুষ্ঠান করার জন্য তারা অঙ্গীকার বদ্ধ। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতি বিকল্প নেই। এই ধারা অব্যাহত রাখতে হলে পালকি শিল্পীগোষ্ঠীর পাশে সবাইকে এগিয়ে আসতে হবে-এমনটাই পরামর্শ উপস্থিত গুনীজনদের।