ঢাকা১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিমতীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

বার্তা বিভাগ
মার্চ ১৭, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে কমপক্ষে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। নিহত ৪ জনের মধ্যে একজন কিশোরও রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে তথ্য সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অধিকৃত পশ্চিমতীরের জেনিনে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারের (১৬ মার্চ) ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। এসময় জেনিনের কেন্দ্রস্থলে প্রবেশ করে ইসরায়েলি সেনা সদস্যরা। মূলত গত বছর থেকে ইসরায়েল পশ্চিমতীরে এই ধরনের অভিযান ও হত্যা চালিয়ে যাচ্ছে।

নিহতরা হলেন- ২৯ বছর বয়সী ইউসেফ শ্রীম, ২৮ বছর বয়সী নিদাল খাজিম এবং ১৬ বছর বয়সী কিশোর ওমর আওয়াদিন। অবশ্য নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী ‘জেনিন শরণার্থী শিবিরে’ অপারেশন চালিয়েছে।-আল জাজিরা, বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com