ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সরকারি কলেজে জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন

বার্তা বিভাগ
মার্চ ১৭, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

হাসান রায়হান- ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শিশুদের নিয়ে কেক কাটা হয় ও বঙ্গবন্ধু বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বঙ্গবন্ধুর বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জিন্নাতুন নাহার এবং প্রফেসর রফিকুল আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোকাররম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর জিবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন, আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর জন্ম, খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার চিত্র, সাহসী জীবনধারা ও তাঁর আদর্শের প্রতিচ্ছবি।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোঃ আব্দুল জলিল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জিবন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অধ্যয়নে উদ্বুদ্ধ করেন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]