ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাগরে ভাসমান অবস্থায় এক হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

বার্তা বিভাগ
মার্চ ১২, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিরাপদে সমুদ্র থেকে এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড। ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় এইসব অভিবাসীদের জনাকীর্ণ নৌকা থেকে অনিরাপদে থাকা অবস্থায় উদ্ধার করা হয় ।দেশটির উপকূল রক্ষাকারী বাহিনীটি শুক্রবার থেকে তাদের উদ্ধারে কাজ শুরু করে। এদিকে ৭৬ অভিবাসন প্রার্থী দুই সপ্তাহ আগে ইতালির উপকূলে নৌকা ডুবে মারা যান।

ইতালির কোস্টগার্ড থেকে জানা যায়, ভূমধ্যসাগর উকূলে তিনটি ভাসমান নৌকা দেখতে পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন। তিনটি ভাসমান নৌকার মধ্যে একটি নৌকা ছিল দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়ানের ক্রোতোনে শহরের উপকূলে এবং অন্য দুটোও আশপাশের এলাকায় ছিল ।

শনিবার সকালে প্রথম নৌকা থেকে ৪৮৭ জনকে উদ্ধার করে ক্রোতনে বন্দরে নিয়ে আসা হয়। এছাড়াও ৫০০ অভিবাসীকে আরেকটি উদ্ধার অভিযানে উপকূলে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, উন্নত জীবনের প্রত্যাশায় এভাবে জীবন বাজি রেখে সাগরের পথে ঝাঁপিয়ে পরেন অভিবাসন প্রত্যাশিরা। এর আগে ইতালির কোস্টগার্ড জানিয়েছিল, সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদের মধ্যে রয়েছে। ভাসমানদের উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছে দেশটির কোস্টগাড। সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com