ঢাকা১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

তিউনিশিয়া উপকূলে অবৈধ পথে ইউরোপগামীদের নৌকাডুবি; ১৪ জনের মৃত্যু

বার্তা বিভাগ
মার্চ ১০, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

একদল অভিবাসনপ্রত্যাসী ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ঠিক সে সময় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। নৌকাটি তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। অন্তত ১৪ জনের মরদেহ ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ মাচ) তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছেন, রাতে উপকূলরক্ষী বাহিনীর একটি দল ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করে। এছাড়াও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকার যাত্রীরা আফ্রিকান ছিলেন। তারা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।

উল্লেখ্য,সম্প্রতি অবৈধ পথে তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালিগামী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ রুট বেছে নেয়া বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়। ঠিক সে সময় প্রায়ই দুর্ঘটনার শিকার তারা।-আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com