আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ১৮ বছর পার হয়েছে। তবে এ দীর্ঘ সময়ে বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দুইবার। আর দ্বিতীয়বার দেখাতেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয় তুলে নিল টাইগাররা।
আজ বৃহস্পতিবার (৯ মাচ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের চ্যালেঞ্জ মোকাবিলা করে ৬ উইকেটে ১২ বল হাতে রেখেই বড় জয় পেয়েছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৫৬ রানে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের টাগেট ছিল ১৫৭ রান। এ সুযোগকে মোটেও হাত ছাড়া করে নি টাইগাররা। সাকিবদের দুর্দান্ত পারফরমেন্স ও বিচক্ষণতায় ৬ উইকেটে ১২ বল হাতে রেখেই বড় জয় পেয়েছে বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com