ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে ২ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোঘণা করেছে চীন

বার্তা বিভাগ
মার্চ ৯, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চীন-রাশিয়ার মাঝে মিত্র সম্পর্ক ও জোট নিয়ে আমরা সাবাই জানি। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সবারই ধারণা ছিল রাশিয়ার পাশে থাকবে চীন। ঠিক এ পরিস্থিতে সবার ধারণা অনেকটাই ভুল হতে যাচ্ছে। চীন ইউক্রেনে আথিক সহযোগিতা ঘোষণার মাধ্যমে তা অনেকটাই স্পষ্ট।

পারমাণবিক নিরাপত্তা কর্মসূচির জন্য ইউক্রেনকে ২ লাখ ১০ হাজার ডলারের বেশি সহায়তা ঘোষণা করেছে চীন।

মাও নিং , চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,‘ ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে চীন ২ লাখ ইউরো (প্রায় ২ লাখ ১০ হাজার ডলার) সহায়তা করবে। এই সহায়তার লক্ষ্য ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুদৃঢ় করা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় পারমাণবিক নিরাপত্তা নিয়ে চীনের সহায়তার ঘোষণা আসলো যখন, ইউক্রেন বলছে, পারমাণবিক কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি ‘প্রায় মৃত’। কারণ যুদ্ধ চলমান রয়েছে।

এদিকে চীনকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বলেছে, রাশিয়াকে সামরিক সহয়তা দিতে পারে চীন। এছাড়া রাশিয়ার জন্য অস্ত্রসহায়তা পাঠালে চীনকে পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, ইউক্রেন যুদ্ধে বেইজিং কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। এমনকি চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন ইউক্রেনের জন্য সহায়তা ঘোষণা করল বেইজিং। সূত্র: আনাদোলু, দৈনিক গ্লোবাল টাইমস, আল জাজিরার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]