ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে কাস্টমস শুল্ক কর্তৃক যাত্রীর পেট থেকে স্বর্ণ উদ্ধার

বার্তা বিভাগ
মার্চ ৬, ২০২৩ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম বেনাপোল(যশোর)প্রতিনিধি::
যশোরের বেনাপোল আন্তজার্তিক কাস্টমস-ইমিগ্রেশনের ভিতর থেকে ৫শ ৮৩ গ্রাম ওজনের পাঁচ পিচ স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারী নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।

আজ সোমবার (৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় বেনাপোল ইমিগ্রেশন এর ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইব্রাহিম বেপারী মুন্সিগঞ্জের চারকেওয়ার গ্রামের আব্দুর লতিফ বেপারীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজে কর্মরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণের একটি চালান নিয়ে এক পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে অবস্থান করছে ।এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের শুল্ক গোয়েন্দারা তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ইব্রাহিম বেপারী নামে এক পাসপোর্টধারী যাত্রীর দেহ তল্লাশিকালে তার পেটের ভিতর কালো কসটেপ মোড়ানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা (৫শ ৮৩ গ্রাম) ওজনের ৫পিচ স্বর্ণের রারসহ তাকে আটক করা হয়। এসময় সে জানায় স্বর্ণের বারগুলো ঢাকা হতে নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ ও স্বর্ণ পাচারকারী ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। স্বর্ণ গুলো ট্রেজারি চালান সহ তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]