পাঁচতলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে রাজধানীর গুলশানের একটি বাসার দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ (৪ মার্চ) শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দু’জন- গোপাল মল্লিক ও মিজানুর রহমান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খান জানান, গুলশান-২-এর ৬ নম্বর সড়কের ২১ নম্বরের একটি বাসার পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ফায়ার সার্ভিসের বৈদ্যুতিক গোলোযোগের কারণে বাসাটির শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুন লাগে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com