ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের কাছে টাইগারদের পরাজয়

বার্তা বিভাগ
মার্চ ৩, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের কাছে পরাজিত টাইগাররা। যদিও এ হারের জন্য তামিম ব্যাটিং নয় বাজে বোলিংকেই দায়ী করেছেন। তবে ব্যাট হাতেও টাইগাররা মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে শূন্য রানে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত।

আজ শুক্রবার (৩ মার্চ) টস হেরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৭ রানের পাহাড় করে ইংল্যান্ড। এদিকে দলের হয়ে জেসন রয় ১২৪ বলে সর্বোচ্চ ১৩২ রান করেন। সাথে ৬৪ বলে ৭৬ রান করেন অধিনায়ক জস বাটলার এবং মঈন আলী ৩৫ বলে ৪২ রান করেন। স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ।

এদিকে বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ৩ আর ২ উইকেট করে নিলেও বিলিয়ে দেন ৬৬ ও ৭৩ রান।

অবশেষে এক ম্যাচ হাতে রেখেই ১৩২ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]