সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের কাছে পরাজিত টাইগাররা। যদিও এ হারের জন্য তামিম ব্যাটিং নয় বাজে বোলিংকেই দায়ী করেছেন। তবে ব্যাট হাতেও টাইগাররা মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে শূন্য রানে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত।
আজ শুক্রবার (৩ মার্চ) টস হেরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৭ রানের পাহাড় করে ইংল্যান্ড। এদিকে দলের হয়ে জেসন রয় ১২৪ বলে সর্বোচ্চ ১৩২ রান করেন। সাথে ৬৪ বলে ৭৬ রান করেন অধিনায়ক জস বাটলার এবং মঈন আলী ৩৫ বলে ৪২ রান করেন। স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ।
এদিকে বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ৩ আর ২ উইকেট করে নিলেও বিলিয়ে দেন ৬৬ ও ৭৩ রান।
অবশেষে এক ম্যাচ হাতে রেখেই ১৩২ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।