ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ দেখা যাবে মাত্র ২০০ টাকায়

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সর্বনিম্ন ২০০ টাকায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখা যাবে এবং সর্বোচ্চ ১৫০০ টাকায়। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে ঢাকায় অনুষ্ঠেয় দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে।

১৫০০ টাকায় মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড , ভিআইপি ১০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা।
তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ।
টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের একদিন আগে তথা ২৮ ফেব্রুয়ারি থেকে। শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বুথে এই টিকিট পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com