প্রাথমিকে শিক্ষক নিয়োগ এখন আর দেশ ব্যাপি হচ্ছে না। এছাড়া আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। আলাদা ভাবে বিভাগ ধরে ধরে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। এ কারণে ফলাফল প্রকাশেও বিলম্ব হয়। এছাড়া অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না। দেখা যায়, ফলাফল প্রকাশের আগেই তাঁদের হয়তো অন্য কোথাও চাকরি হয়ে যায়। সবকিছু বিবেচনা করে নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগ ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সহকারী শিক্ষক পদে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি চূড়ান্ত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।