প্রায় ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। এই দীর্ঘ সময় সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী একবারও ইউক্রেন সফর করেন নি।
যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ একবছর পার হয়ে দ্বিতীয় বছরে পড়েছে ঠিক এই সময়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে (ইউক্রেন) সফর করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি কিয়েভ পৌঁছান।
এ সফরের মাধ্যমে ইউক্রেনে সৌদি আরব ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।-সিএনএন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]