এবার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি; কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।
দেশটির গণমাধ্যম এনএইচকেতে দেওয়া এক সাক্ষাৎকারে একজন বিশেষজ্ঞ এক সপ্তাহ আগেই জাপানের বাসিন্দাদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন।
এছাড়াও গত বৃহস্পতিবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে আঘাত হানে। একই দিনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে। স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে তাজিকিস্তানে। তথ্য সূত্রে জানা যায়, উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার। এদিকে একটি শক্তিশালী ভূমিকম্প ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এবার বাংলাদেশেও।
গতকাল রাতের দিকে বাংলাদেশের কক্সবাজার এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে। ৪.১ মাত্রার ভূমিকম্পে কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে ব্যস্ত নগরী ঢাকা। -এএফপি