সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করবে। পুষ্টিহীনতার কারণে ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে অনেক শিক্ষার্থী। এ সমস্যার সমাধানে প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেওয়া উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে শিশুদের দুধ খাওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ। এ কর্মসূচির নাম রাখা হয়েছে ‘স্কুল মিল্ক’।
আজ রোববার(২৬ ফেব্রুয়ারি) মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
মন্ত্রী জানান, ‘স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।’