ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮০ শতাংশ কোটাপদ্ধতির প্রতিবাদে মানববন্ধন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সচেতন নাগরিক ও চাকরিপ্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ৬০ শতাংশ নারী ও ২০ শতাংশ পোষ্য কোটাপদ্ধতির প্রতিবাদে মানববন্ধন করেছেন। শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘অধিকারবঞ্চিত বেকার সমাজ’ নামের একটি সংগঠন এ মানববন্ধনটি আয়োজন করেন।

শত শত চাকরিপ্রার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তরা বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী ও অনগ্রসরদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিলের জন্য আমরা আদালতে রিট করেছিলাম। ২০২১ সালের মার্চ মাসে রিটটি করা হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে আদালত রুল জারি করেন। কিন্তু ১ বছর ৩ মাসেও রিটটির শুনানি হয়নি। আমরা চাই, দ্রুত এ রিটের শুনানি করে ৮০ শতাংশ কোটা বাতিল করা হোক।’

একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে ৮০ ভাগ কোটা ব্যবস্থা অযৌক্তিক। যা মেধাবীদের শিক্ষকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত হওয়ার পথে মারাত্মক প্রতিবন্ধক। শিক্ষা ব্যবস্থাকে সফল করতে হলে এ গণ হারের কোটা ব্যবস্থা অবশ্যই বিলুপ্ত করতে হয়ে। অন্তত শিক্ষাতার মতো মহান পেশায় মেধাবীদেরকে যুক্ত হবার সুযোগ করে দিতে হবে। এমনটি মনে করছেন শিক্ষাবিদগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]