চলতি মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে। তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়ায়। সারাদেশে একযোগে নিয়োগ পরীক্ষা হবে না। এবার আট বিভাগকে চার ভাগে বিভক্ত করে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার( ২৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ।
এ বিষয়ে তিনি আরো জানান, মার্চের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সব কাজ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এ বিষয়ে কথাও হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ তারিখেই বিজ্ঞপ্তি দিতে পারবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com