ঢাকা৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রাশিয়া পরমাণু বাহিনীর পরিধি বাড়ানোর কাজে আরও মনোযোগী হবে-ফাদারল্যান্ড দিবস উপলক্ষে এক ভাষণে তিনি এ কথা জানিয়েছেন।

রুশ নেতা জানান, এই প্রকল্পের আওতায় পরমাণুভিত্তিক ভূমি ও সাগর থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে।

পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনায় পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যা নানা ধরণের পরমাণু অস্ত্র বহনে সক্ষম) মোতায়েন করা হবে।
তিনি আরও বলেছেন, ‘আমরা হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করবো এবং সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করা হবে।’

আমেরিকার সাথে রাশিয়ার পরমাণু চুক্তি স্পষ্ট ঘোষণার মাধ্যমে বাতিল করার পর এমন সিদ্ধান্ত নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট।- রয়টাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]