ইসরায়েলের বিমানের জন্য উপসাগরীয় দেশ ওমান তাদের আকাশসীমা খুলে দিয়েছে। আল জাজিরার খবরে থেকে জানা যায়, ইসরায়েল কর্তৃক ওমানের বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় শর্ত পূরণ করায় দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ইসরায়েলি এয়ারলাইনসগুলোকে গত বছর সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়। ওমান আকাশসীমা খুলে দেওয়ায় ইসরায়েলি বিমানগুলোর থাইল্যান্ড, ভারতের মতো দেশে ভ্রমণ করতে অন্তত ২ ঘণ্টা সময় কম লাগবে।
ওমানের এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের বিমানগুলো এশিয়ার দেশগুলোতে এখন খুব কম সময়ে ভ্রমণ করতে পারবে।-আল-জাজিরা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com