হাঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দেশটির পশ্চিমাঞ্চলের সুদূরপশ্চিম প্রদেশের বাজুরা শহরে গতকাল বুধবার দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণাপ্রতিষ্ঠান থেকে জানা যায়, বেলা ১টা ৪৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল বাজুরা অঞ্চলের বিছায়া এলাকায়। তবে গতকালের ভূমিকম্পে নেপালে হতাহত হওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।
এছাড়ও গত ২৪ জানুয়ারিতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাজুরা শহরটি। সে সময় রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। সেখানকার মেলা শহরটি ভূমিকম্পের কেন্দ্র ছিল। এ ভূমিকম্পে একজন নিহত হয়েছিলেন।-কাঠমান্ডু পোস্ট
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]