রবিউল ইসলাম,বেনাপোল (যশোর):
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সে বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদীপুর গ্রামের খোকনের ছেলে।
আজ বুধবার (২২ই ফেব্রুয়ারি) বেনাপোল পোর্টথানাধীন সাদীপুর গ্রাম থেকে দায়রা-৩৩৪/২০০৯ মামলার
যাব্বজীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকে আটক করে পোর্ট থানা পুলিশ। এছাড়াও
পরোয়ানাভুক্ত মোঃ রুহুল আমিন ও মোঃ আশরাফ আলী দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামি সোহেল দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে
ছিলো।
গতকাল রাতব্যাপী ও বুধবার সকাল ১০ টা পর্যন্ত বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় বিশেষ
অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল সহ পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে
আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ দুপুরে পুলিশ পাহারায় যশোর বিজ্ঞ আদালতে
প্রেরণ করা হয়েছে।