উত্তর চীনের একটি কয়লা খনি ধসে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছে। স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া থেকে জানা যায়, আজ বুধবার বিকালর দিকে এ দুর্ঘটনাটি ঘটে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনেন, তবে তাদের দুজনের মধ্যে জীবনের কোনো চিহ্ন ছিল না।
এদিকে অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নিখোঁজের মোট সংখ্যা ৫৭ জন । ধসের পর কিছু যানবাহনও চাপা পড়েছে। অভ্যন্তরীণ মঙ্গোলিয়া চীনে কয়লা এবং অন্যান্য খনিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
উল্লেখ্য, গত ডিসেম্বরে একটি সোনার খনিতে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে মাটির নিচের ৪০ জন কাজ করছিলেন। একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০২১ সালে উত্তর শানসি প্রদেশের ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয় এবং অন্য দুজন মারা যান। প্রায়ই চীনের খনিগুলোতে দুর্ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা ব্যবস্থা শিথিলের কারণে হতাহতের ঘটনা বেশি ঘটে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।