ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি (নিউ স্টার্ট) স্থগিত করলেন পুতিন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দিয়েছেন। স্পষ্ট ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক গুরুত্বপূর্ণ এ অস্ত্র চুক্তি স্থগিত করলেন তিনি।

আজ মঙ্গলবার তার বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে ইউক্রেনে চলমান যুদ্ধের বর্ষপূর্তির দু’দিন আগে এ ঘোষণা দিলেন পুতিন।

ভাষণে পুতিন বলেছেন, ‘আমি আজ এ ঘোষণা দিতে বাধ্য হলাম যে, স্ট্র্যাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’
এদিকে পুতিনের এ ঘোষণার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা ও রাশিয়ান মিত্ররা সমজোতায় আসার এখন ই সময়। তা না হলে হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখতে হবে গোটা বিশ্ববাসীকে।

বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে রাশিয়ার কাছে । বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার কাছে প্রায় ৬ হাজার ওয়ারহেড রয়েছে। যা গোটা বিশ্বে আর কারো কাছে নেই। নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী, রাশিয়া ও আমেরিকা- এই দুই দেশের কেউই এক হাজার ৫৫০টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারতো না।-অবশেষে টিকে থাকলনা সে চুক্তি।
সূত্র : সিএনএন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]