রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দিয়েছেন। স্পষ্ট ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক গুরুত্বপূর্ণ এ অস্ত্র চুক্তি স্থগিত করলেন তিনি।
আজ মঙ্গলবার তার বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে ইউক্রেনে চলমান যুদ্ধের বর্ষপূর্তির দু’দিন আগে এ ঘোষণা দিলেন পুতিন।
ভাষণে পুতিন বলেছেন, ‘আমি আজ এ ঘোষণা দিতে বাধ্য হলাম যে, স্ট্র্যাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’
এদিকে পুতিনের এ ঘোষণার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা ও রাশিয়ান মিত্ররা সমজোতায় আসার এখন ই সময়। তা না হলে হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখতে হবে গোটা বিশ্ববাসীকে।
বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে রাশিয়ার কাছে । বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার কাছে প্রায় ৬ হাজার ওয়ারহেড রয়েছে। যা গোটা বিশ্বে আর কারো কাছে নেই। নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী, রাশিয়া ও আমেরিকা- এই দুই দেশের কেউই এক হাজার ৫৫০টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারতো না।-অবশেষে টিকে থাকলনা সে চুক্তি।
সূত্র : সিএনএন।