ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাসান রায়হান, ঠাকুরগাঁও:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঠাকুরগাঁও সরকারি কলেজে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩। দিবসের কর্মসূচিতে ছিল রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভ এবং কলেজ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, সকাল ৭:০০ টায় কলেজ প্রশাসন ও কলেজের প্রত্যেক বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরী এবং এরপর কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জিন্নাতুন নাহার এবং প্রফেসর রফিকুল আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোকাররম হোসেন।
অনুষ্ঠানে আলোচনায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন সকল বক্তা, এবং সবশেষে সকলকে প্রমিত বাংলা ভাষা শেখার প্রতি গুরুত্বারোপের কথা বলেন তাঁরা।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল কলেজের শেখ রাসেল শেখ রাসেল দেয়ালিকায় ছাত্র-ছাত্রীদের সৃষ্টিশীল কর্ম পরিদর্শন করেন। এছাড়াও বাদ জোহর কলেজ জামে মসজিদে ভাষা শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]