ঢাকা৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিরপুরে অনুশীলনে যুক্ত হলেন মাস্টারমাইন্ড: চন্ডিকা হাথুরুসিংহে

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি বিপিএলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে। ১৪ সদস্যের স্কোয়াড এই সিরিজের জন্য আগেই ঘোষণা করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন শুরু হয়েছে ।

এদিকে হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও এই অনুশীলনে যোগ দিয়েছেন। হাথুরু শুরুর দিকে কুশল বিনিময় করেন অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে। তামিমদের সাথে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।

সাবেক লঙ্কান এই মাস্টারমাইন্ড গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতেই ঢাকায় পা রেখেছেন।
বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। আর ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]