ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্প ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধারকাজের সমাপ্তি টানল তুরস্ক

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে তুরস্কে আঘাত হেনেছিল ভয়াবহ ভূমিকম্প। কেড়ে নিয়েছে প্রায় ৪৬ হাজার প্রাণ এবং মাটির সাথে মিশিয়ে দিয়েছে বহুতল শত শত ভবন।

ভূমিকম্প ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি। এ পরিস্থিতির মাঝেই তল্লাশি ও উদ্ধার অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সিজির তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ এলাকায় উদ্ধার অভিযানের সমাপ্তি টানার বিষয়টি নিশ্চিত করেছেন । গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) তিনি জানান, আজ রাত থেকেই বেশির ভাগ এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হবে।

তবে এখন পর্যন্ত নিখোঁজদের সংখ্যা প্রকাশ করতে পারেনি তুরস্ক ও সিরিয়া। এদিকে স্বজনেরা নিখোঁজ ব্যক্তিদের আশায় এখনো প্রতীক্ষার প্রহর গুনছেন। তাঁদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। প্রিয়জনকে জীবিত না পেলেও অন্তত লাশটা চান তারা। উদ্ধারকারীদের প্রতি এমনটাই আকুতি করেছেন নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা।-রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]