ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে ২৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক-১

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ২৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ নজরুল বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আজ রবিবার (১৯শে ফেব্রুয়ারী) মধ্য রাতে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাস’র ছেলে।

বেনাপোল পোর্ট থানার এস.আই রাজু আহম্মেদ জানান, মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]