ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল সোমবার( ২০ ফেব্রুয়ারি) থেকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। তিনি আরও জানান, এজন্য ক্যাপসুলের আওতায় থাকা প্রত্যেক শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। তবে জোর করে কোনো শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলেও জানান তিনি। এ বছর সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ বা ৬ মাসের কম বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]