ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনয়ে পা রাখলেন জনপ্রিয় সংবাদ পাঠিকা তানজিয়া জুথী

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

অন্যান্য চ্যালেঞ্জিং পেশার মাঝে সংবাদ উপস্থাপনা অন্যতম। আবার তা যদি হয় টেলিভিশনে তবে আরো বেশি চ্যালেঞ্জিং। কাজেই এ পেশাকে একমাত্র মালল্টি ট্যালেন্টরাই বেছে নেন। কথা বলছি তেমন-ই একজন মালল্টি ট্যালেন্ট ও জনপ্রিয় সংবাদ পাঠিকা তানজিয়া জুথিকে নিয়ে।

সংবাদ পাঠের পাশাপাশি মডেলিংয়েও তার বেশ পরিচিতি ও জনপ্রিয়তা। তিনি পঞ্চাশের অধিক টিভিসি, ওভিসিতে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। নিজের প্রতিভা ও সৃজনশীলতাকে প্রমাণ করতে এবার নাম লেখালেন টেলিভিশন নাটকে। ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার’ দিয়েই অভিনয়ে পা রাখলেন তিনি।

আরিফুর জামান আরিফ-এর পরিচালিত নাটকটি লিখেছেন অভিনেতা কচি খন্দকার। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে।

নাটকে অভিনয় প্রসঙ্গে জুথি জানান, আমি সংবাদ উপস্থাপনার সঙ্গে প্রায় ১০ বছর ধরে যুক্ত। পাশাপাশি টিভিসি, ওভিসি ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছি। এবার অভিনয়ে যুক্ত হলাম। বিষয়টি নিয়ে আমি বেশ আনন্দিত।

কাজের প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। সামনে মনের মতো স্ক্রিপ্ট পেলে নিয়মিত অভিনয়ের ইচ্ছা আছে।

ইতোমধ্যে ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। মীর সাব্বির ও তানজিয়া জুথি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, দোলন দে, বড়দা মিঠু, আমজাদ সুমন, হাসনাত জোবায়ের, ফরহাদ হায়দার, রাকিব, শেখ স্বপ্না, ইরা হাসান, সুবর্ণা। এ ছাড়া আরও অভিনয় করবেন আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, আরশ, জামিল, রমিজ রাজু প্রমুখ।-কায়েস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]