ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ নারী দলের এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী। টাইগ্রেসরা ৫টি বিশ্ব আসরে খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি । এবারের বিশ্বকাপেও নিগার সুলতানারা প্রথম তিন ম্যাচে সে পরিসংখ্যানে পরিবর্তন আনতে পারেননি। উল্টো বিশ্বকাপ বিদায়ের লজ্জায় পড়েছে প্রথম দল হিসেবে এই টাইগ্রেস দল।

কিউই নারীরা কেপ টাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয়। জবাবে মাঠে ২০ ওভার আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় নিগার সুলতানারা ।কিউইদের বিপক্ষে এটিই অবশ্য টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ, এ নিয়ে দ্বিতীয়বার দলীয় সংগ্রহ পাড় হয়েছে তিন অঙ্ক । এ পরাজয়ের মধ্য দিয়েই নারী টি-টোয়েন্টি থেকে বাদ পড়ে যায় বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com