পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
৫৪ বছর বয়সী সুসান ওজস্কি গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ।সুসান জানান, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।
সুসান ২০১৪ সালে এই পদে যোগ দিয়েছিলেন। তার আগে দীর্ঘদিন ধরে গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সুসান ।
জানা যায়, নীল মোহনের বয়স ৪৯ বছর। তড়িৎ প্রকৌশল বিষয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত ছিলেন।-এনডিটিভি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com