মধ্য-আমেরিকার দেশ পানামায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এটি ছিল অভিবাসীদের বহনকারী একটি বাস। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে।
এদিকে পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, অভিবাসীকে বহনকারী ৬০ জনের বেশি যাত্রি বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। তাতে ওই বাসে থাকা যাত্রীদের কমপক্ষে ৩৯ জন মারা গেছেন। দেশটির গুয়ালাকা জেলায় বুধবারের( ১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
টুইটারে দেওয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো জানিয়েছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে।-রয়টার্স
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]