ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ বছর পর স্কটিশ সরকার প্রধানের পদত্যাগ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

পদত্যাগ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোল স্টাহজন। মূলত তিনি সরকার প্রধান হিসেবে আট বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন ।
২০১৪ সাল থেকে নিকোল স্টাহজন স্কটল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ছিলেন। স্বাধীনতা প্রশ্নে ওই সময় দেশটির গণভোট নিয়ে তোড়জোড় ছিল। সে সময় এ অঞ্চলের প্রায় ৫৫ শতাংশ মানুষ যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত থাকার পক্ষে ভোট দেন।

২০১৫ সালে নিকোল স্টাহজনের শাসনামালে তার দল যুক্তরাজ্যের নির্বাচনে ব্যাপক সফলতা অর্জন করে। শুধু তা-ই নয়, ৫৯ আসনের মধ্যে এসএনপি ৫৬ আসনে জয়লাভ করেছিল। এ ব্যাপক সমর্থনের মাধ্যমে এসএনপি ব্রিটেনের তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা লাভ করে।

পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন নিকোল স্টাহজন। তিনি বলেন, “গভীর এবং দীর্ঘমেয়াদি মূল্যায়ন থেকে তার পদত্যাগের এই সিদ্ধান্ত এসেছে। এটা আকস্মিক মনে হতে পারে সেটা আমি জানি, তবে এটা নিয়ে আমি লড়াই করেছি “ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে দোদুল্যমান ছিলেন বলেও জানান তিনি।-আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com